ভগবানের ভাগ
কোনো এক গ্রীষ্মের দুপুরে প্রচন্ড গরমের মধ্যে গোপাল শ্বশুরবাড়ি যাচ্ছিল। গরমে অতিষ্ঠ হয়ে গোপাল একটা গাছের নিচে কিছুক্ষণ বিশ্রাম নিতে বসল। বেশি গরম লাগায় গায়ের ফতুয়াটা খুলে পাশে রেখে একটু আয়েশ করে বসল। বসে বিশ্রাম নিতে নিতেই হঠাৎ ঘুমিয়ে পড়ল। ঘুম ভাঙার পর গোপাল দেখে তার ফতুয়াটা চুরি হয়ে গেছে। এই অবস্থায় তো আর শ্বশুরবাড়ি যাওয়া যায়না, তাই হাঁটতে হাঁটতে মনে মনে বলতে লাগল, �হে ভগবান, রাস্তায় অন্তত ১০টা মুদ্রা যেন কুড়িয়ে পাই, তাহলে ৫ মুদ্রায় আমার জন্য একটা ফতুয়া কিনতে পারি, আর ৫টা মুদ্রা তোমার জন্য মন্দিরে দান করতে পারি�। কিছুক্ষণ পর গোপাল দেখে পথের পাশে কয়েকটা মুদ্রা পড়ে আছে। খুশি হয়ে গোপাল দৌড়ে গিয়ে মুদ্রাগুলো তুলে গুনে দেখে ৫টা মুদ্রা। গোপাল হতাশ হয়ে বলে উঠল, �হে ভগবান, আমাকে তোমার বিশ্বাস হলো না, নিজের ভাগটা আগেই রেখে দিলে?�