আদম দিঘি উপজেলা

 

 

চেয়ারম্যান, উপজেলা পরিষদ 

 

 

এক নজরে উপজেলাঃ

 

· আয়তন১৬৮.৮৪ বর্গ কিলোমিটার।

 

· জনসংখ্যা,৮৭,০১২ জন।

 

· জনসংখ্যার ঘনত্ব১১০৮ জন( প্রতি বর্গ কিলোমিটার)

 

· নির্বাচনি এলাকাআদমদিঘি-দুপচাঁচিয়া ৩৮ বগুড়া-৩।

 

· খানা/ইউনিয়ন৬টি।

 

· মৌজা১১২ টি।

 

· সরকারি হাসপাতাল২টি।

 

· স্বাস্থ্য কেন্দ্র/ক্লিনিক৬টি।

 

· পোস্ট অফিস১৪টি।

 

· নদনদীনাগরনদী টি।

 

· হাট-বাজার১৪ টি।

 

· ব্যাংক১০ টি।

 

উপজেলা পটভূমি : আদমদিঘি উপজেলা পরিচিতি

 

 

হযরত বাবা আদম (রঃ) এর পূণ্য স্মৃতি বিজড়িত আদমদিঘি উপজেলা। ইতিহাস থেকে জানা যায় রাজা বল্লাল সেনের রাজত্বকালে উক্ত সুফি সাধক এর শুভ পদাপণ ঘটে অঞ্চলে। তিনি অঞ্চলে দীর্ঘকাল অবস্থান করেন এবং ইসলাম প্রচারের সাথে সাথে জনকল্যাণে বৃহদাকার দিঘি খনন করেন। হযরত বাবা আদম (রঃ) এর খননকৃত দিঘির নাম অনুসারে অঞ্চল পরবর্তীতে ‘‘আদমদিঘি’’ নামে পরিচিতি লাভ করে। নাটোরের মহারাজার মহিয়সী পত্নী রানী ভবানীর জন্মস্থান আদমদিঘি উপজেলার ছাতিয়ানগ্রামে।

 

 

বগুড়া জেলা সদর থেকে পশ্চিমে ৩৫ কিলোমিটার দূরে এবং ভৌগলিক ২৪.৪৩ ২৪.৫২ অক্ষাংশ এবং ৮৮.৫৮ ৮৯.১০ দ্রাঘিমার মধ্যবর্তী স্থানে আদমদিঘি উপজেলার অবস্থান।

 

 

উপজেলার উত্তরে জয়পুরহাট জেলার আক্কেলপুর থানা, দক্ষিণে নওগাঁ জেলার রানীনগর থানা, পূর্বে বগুড়া জেলার দুপচাঁচিয়া, কাহালু নন্দীগ্রাম উপজেলা এবং পশ্চিমে নওগাঁ জেলার নওগাঁ সদর উপজেলা দ্বারা পরিবেষ্টিত।

 

 

উপজেলা খাদ্যে স্বয়ংসংম্পর্ণ এবং খাদ্য উদ্বৃত্ত এলাকা। মাদুর শিল্পের জন্য উপজেলা প্রসিদ্ধ। উপজেলার নশরতপুর ইউনিয়নে শাঁওইল বাজার তাঁত শিল্পের জন্য বিখ্যাত

 

উল্লেখযোগ্য স্থান বা স্থাপনা

 

আদমদিঘি উপজেলায় বাবা আদম (রাঃ) এর ঐতিহাসিক মাজার, সান্তাহার রেলওয়ে জংসন, জুটমিল, সাইলো, বৃহত্তম খাদ্যগুদাম (সিএসডি), স্যগবেশনা ইন্সটিটিউট, সড়ক জনপথ বিভাগের কারখানা, সার গুদাম, সাওইল বাজার থেকে শালচাদর, গামছা, বেডশিট, সতেরঞ্জিত, বালিশের কভারসহ বহুদ্রব্যাদি সারাদেশে রপ্তানী হচ্ছে। আদমদিঘির ইতিহাস ঐতিহ্যের মধ্যে উল্লেখ যোগ্য হলো কড়ই রাজবাড়ি উপজেলায় ঐতিহ্যবাহি হ্যাচারি খামার রয়েছে।

 

উপজেলা নির্বাহি অফিসারের কার্যালয়ঃ সার্ভিস চাটারের তালিকাঃ

 

ক্রঃ নং 

সেবার ধরন    

কাজ সম্পাদনের সময় কাল

 

         

সরকারি হাট-বাজার ইজারা প্রদান      

উন্মক্ত দরপত্র বিজ্ঞপ্তির সিডিউল বর্ণিত সময় সূচি অনুযায়ী (বাংলা বছর শুরুর আগে)

 

         

বিবিধ  

তাক্ষণিকভাবে সম্পাদন করা হয়।

 

         উপজেলা পরিষদের বাসা বাড়ী বরাদ্দ অন্যান্য কার্যাদি        

-১৫ দিনের মধ্যে নিস্পত্তি

 

         

ইউনিয়ন পরিষদের যাবতীয় উন্নয়ন মূলক অন্যান্য কাজ তত্ত্বাবধায়ন         

১৫-৩০ দিনেরর মধ্যে

 

         

শিক্ষা বিষয়ক কার্যাদি মনিটর, অভিযোগ গ্রহণ এবং নিস্পত্তি  

-১০ দিনের মধ্যে প্রয়োজন বোধে তাক্ষণিকভাবে নিস্পত্তি

 

        

যে কোন অভিযোগ গ্রহণ এবং বিধি মোতাবেক নিস্পত্তি করণ

-১৫ দিনের মধ্যে

 

        

ইউনিয়ন পরিষদের কর্মরত গ্রাম পুলিশদের মাসিক বেতন ভাতা প্রাদান        

) প্রতিমাসের তারিখের মধ্যে

 

) সরকারি অংশের বেতন ভাতা বরাদ্দ প্রাপ্তির দিনের মধ্য

 

        

পত্র গহণ/পত্র জারি বিষয়ক    

তাক্ষণিক ভাবে

 

         

নির্বাচন সংক্রান্ত যাবতয়ি কার্যাদি        

তাক্ষনিকভাবে সম্পাদন করা হয়্

 

১০      

সরকারি জলমহাল ইজরার প্রদান অন্যান্য কার্যাদি বিষয়ক            

উন্মুক্ত দরপত্রের মাধমে সিডিউল বর্ণিত সময়সূচি অনুযায়ি

 

১১       

জলমহাল বিষয়ক অভিযোগ গ্রহণ নিম্পত্তি

-১৫ দিনের মধ্যে নিস্পত্তি

 

১২      

এনজিও বিষয়ক         

-১৫ দিনের মধ্যে নিস্পত্তি

 

১৩      

আদর্শগ্রাম/আশ্রায়ন সংক্রান্ত অভিযোগ গ্রহণ নিম্পত্তি         

-১৫ দিনের মধ্যে নিস্পত্তি

 

১৪      

সার্টিফিকেট মামলা বিষয়ক   

বিধি অনুযায়ী প্রত্যেক মাসে সার্টিফিকেট মামলার মুনানী অনুষ্ঠিত হয়।

 

১৫      

রাজস্ব সংক্রান্ত কার্যাদি            

-১৫ দিনের মধ্যে নিস্পত্তি

 

১৬      

রাজস্ব বিষয়ক অভিযোগ গ্রহণ এ্ং নিম্পত্তি 

-১৫ দিনের মধ্যে প্রয়োজন বোধে তাক্ষনিক বাবে নিস্পত্তি

 

১৭      

অগ্নেয়াস্ত্র লাইসেন্স , গান বাজনা , মেলা সিনেমা ইত্যাদি প্রতিবেদন প্রেরণ      

(সকল প্রয়োজনীয় কাগজ পত্রাদি যদি থাকে) -১৫ দিনের মধ্যে

 

১৮      

ইউনিয়ন পরিষদের বউন্নয়ন মূলক কাজ, উপজেলা প্রকৌশলীর মাধ্যমে সম্পাদিত উন্নয়ন মূলক কাজ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার মাধ্যমে সম্পাদিত উন্নয়ন মূলক কাজ এবং ত্রান কার্যক্রম তদারকি করণ, অভিযোগ পেলে নিস্পত্তি করণ।

 

১৯      

উপজলায় অন্যান্য দপ্তরে সমূহে সম্পাদিত সংশ্লিষ্ট কার্যক্রম সম্পাদনে সহায়তা প্রদান, মনিটরিং করণ এবং অভিযোগ পা্ওয়া গেলে তা নিস্পত্তি করণ।

 

 

 

উপজেলা পরিষদঃ

 

 

· মোঃ সিরাজুল ইসলাম খান রাজু , চেয়ারম্যান, উপজেলা পরিষদ, আদমদিঘি, বগুড়া (ছবি সংযুক্তি)

 

· মোঃ ইব্রাহিম খান, উপজেলা নির্বাহি অফিসার, আদমদিঘি, বগুড়া।

 

· মোঃ ইউনুছ আলী, ভাইস-চেয়ারম্যান, উপজেলা পরিষদ, আদমদিঘি, বগুড়া।

 

· মোছাঃ ফারহানা আহম্মেদ মালা, মহিলা ভাইস-য়ারম্যান, উপজেলা পরিষদ, আদমদিঘি, বগুড়া।

 

· মেয়র, সান্তাহার পৌরসভা, আদমদিঘি, বগুড়া।

 

· জনাব মোঃ মহিউদ্দীন তালুকদার (ভারপ্রাপ্ত), চেয়ারম্যান, ছাতিয়ানগ্রাম ইউনিয়ন পরিষদ, আদমদিঘি, বগুড়া।

 

· জনাব মোঃ শাসসুল হক খন্দকার, চেয়ারম্যান, নশরতপুর ইউনিয়ন পরিষদ, আদমদিঘি, বগুড়া।

 

· জনাব মোঃ তসলিম উদ্দীন (ভারপ্রাপ্ত), চেয়ারম্যান, আদমদিঘি ইউনিয়ন পরিষদ, আদমদিঘি, বগুড়া।

 

· জনাব মোঃ নুরুল হুদা খোন্দকার, চেয়ারম্যান, কুন্দগ্রাম ইউনিয়ন পরিষদ, আদমদিঘি, বগুড়া।

 

· জনাব মোঃ ইউনুছ আলী (দুলাল), চেয়ারম্যান, চাঁপাপুর ইউনিয়ন পরিষদ, আদমদিঘি, বগুড়া।

 

· জনাব মোঃ মোজাহার হোসেন (পিন্টু), চেয়ারম্যান, সান্তাহার ইউনিয়ন পরিষদ, আদমদিঘি, বগুড়া।

 

· জনাব মোঃ নূরুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার, আদমদিঘি, বগুড়া।

 

· জনাব ডাঃ মোঃ আফজাল হোসেন তরফদার, উপজেলা স্বাস্থ্য পঃ পঃ কর্মকর্তা, আদমদিঘি, বগুড়া।

 

· জনাব মোঃ আমিনুর রহমান, উপজেলা প্রকৌশলী, আদমদিঘি, বগুড়া।

 

· জনাব মোঃ এনামুল হক, উপজেলা পশু সম্পদ কর্মকর্তা, আদমদিঘি, বগুড়া।

 

· জনাব অদৈত্ব চন্দ্র দাশ, উপজেলা স্য অফিসার, আদমদিঘি, বগুড়া।

 

· জনাব মোঃ আল-এমরান খন্দকার, উপজেলা শিক্ষা অফিসার, আদমদিঘি, বগুড়া।

 

· জনাব মোঃ মোজাম্মেল হক, ভারপ্রাপ্ত কর্মকর্তা, আদমদিঘি থানা, আদমদিঘি, বগুড়া।

 

· জনাব মোঃ আফাজ উদ্দিন, উপজেলা সমাজসেবা অফিসার, আদমদিঘি, বগুড়া।

 

· জনাব মোঃ লোকমান আলী, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার, আদমদিঘি, বগুড়া।

 

· জনাব কল্লোল চন্দ্র বসাক (চঃ দায়িত্বে), উপজেলা সমবায় অফিসার, আদমদিঘি, বগুড়া।

 

· জনাব তোফায়েল আহম্মেদ, উপজেলা পঃ পঃ কর্মকর্তা, আদমদিঘি, বগুড়া।

 

· জনাব রবেন্দ্রনাথ ধর, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক, আদমদিঘি, বগুড়া।

 

· জনাব মোঃ কামরুল ইসলাম (ভারপ্রাপ্ত), উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকতা, আদমদিঘি, বগুড়া।

 

· জনাব নাজিয়া সামস্, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, আদমদিঘি, বগুড়া।

 

· জনাব নার্গিস জাহান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, আদমদিঘি, বগুড়া।

 

· উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা, আদমদিঘি, বগুড়া।

 

· জনাব মোঃ আয়ুব আলী, উপজেলা আনছার ভিডিপি কর্মকর্তা, আদমদিঘি, বগুড়া।

 

· জনাব মোঃ কাজী মনোয়ারুল হাসান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, আদমদিঘি, বগুড়া।

 

· জনাব মোঃ রেজাউল করিম, উপ-সহকারি প্রকৌশলী জনস্বাস্থ্য, আদমদিঘি, বগুড়া।

 

· জনাব মোঃ সাইফুল ইসলাম মৃধা, উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা, আদমদিঘি, বগুড়া।

 

· জনাব মোঃ আব্দুল কুদ্দুস, আবাসিক প্রকৌশলী বিদ্যুউন্নয়ন বোর্ড, আদমদিঘি, বগুড়া।

 

· চেয়ারম্যান ইউসিস লিঃ আদমদিঘি, বগুড়া।

উপজেলা সমবায় বিভাগ

 

· জনবল জন

 

· সমবায় সমিতিরি সংখ্যা১। বিভাগীয় প্রাথমিক সমবায় সমিতি ১০০ টি।

 

২। বিআরডিবি ভুক্ত প্রাথমিক সমিতির লিঃ ১০৭ টি।

 

৩। কেন্দ্রীয় সমবায় সমিতি টি।

 

· সদস্য সংখ্যা

 

বিভাগীয় সমিতির১০০০ জন।

 

বিআরডিবি৫৪৩৪ জন।

 

* শেষের মূলধন৩৫.৭৫/- লক্ষ।

 

* সঞ্চয় আমানত৩০.০০/-

https://www.facebook.com/l.php?fb_ref=homepage