পুরাকালে এ এলাকায় কোন জনবসতি ছিল বলে জানা যায় না। কয়েকশত বছর পূর্বেই গোটা এলাকা সরোবরের তলদেশে নিমজ্জিত ছিল। জানা যায় বগুড়া শেরপুর থেকে ময়মনসিংহের শেরপুর পর্যন্ত ছিল শুধু পানি আর পানি। ১০০০-১১০০শতাব্দিতে কাকশাল বংশিয় মাস্তানেরা ত্রাসের রাজত্ব কায়েম করে প্রায়ই এ এলাকায় নৌকা পথে আসা জনগণ এবং মহাজনি নৌকা এ এলাকায় এলেই জলদস্যুগণ তাদের ধন মাল লুট পাট করত। ধুনট উপজেলা নামকরণ নিয়ে নানামুখি প্রচারনা রয়েছে। জনশ্রুতি আছে সেকালে ইছামতি নদীর নাব্যতা ছিল প্রখর। তিনটি নদীর মোহনা ছিল এখানে। বহুদুর দূরান্ত হতে মহাজনী নৌকা এখানে এলে স্রোতের তোড়ে নৌকাগুলো চরকির মত ঘুরপাক খেত। তা থেকেই ধুনট মৌজার মোহনা কেটে চরকাদহ গ্রামের নামকরণ। মহাজনী নৌকা এখানে এলেই জলদস্যুদের কবলে পড়তো প্রায়ঃশই। শুধু তাই নয়, লুট হয়ে যেত তাদের ধন সম্পদ। আর এরুপ ধন লুট হতেই এস্থানের নাম ধুনট হয়েছে বলে জানা যায়। ১২৮৬ সালে ভয়াবহ ভূমিকম্পে এলাকাটি বর্তমান স্থল ভাগের রুপ লাভ করে এবং উর্বর পলল গঠিত ভূমিতে জনবসতি শুরু হয়।
উপজেলার ভৌগলিক অবস্থান :
বগুড়া জেলার অন্তর্গত শিকস্তি জনপদের সিরাজগঞ্জ, বগুড়া জামালপুর জেলার সীমান্তবর্তী এলাকায় ধুনট উপজেলা অবস্থান। বগুড়া জেলা শহর হতে ৩৬ কিঃ মিঃ দক্ষিন পূর্বে ৩৫ বর্গ কিঃ মিঃ এলাকা জুড়ে বিস্ত্তৃত এ জনপদ। বর্তমানে উপজেলা সদর এবং মূলবাজার ছিল অধুনা মরা ইছামতি নদীর পূর্বপারে। এ উপজেলার উত্তরে গাবতলী ও সারিয়াকান্দি উপজেলা, দক্ষিনে রায়গঞ্জ উপজেলা পূর্বে কাজিপুর ও সিরাজগঞ্জ সদর উপজেলা, পশ্চিমে বগুড়া সদর ও শেরপুর উপজেলা।
বর্তমান উপজেলার ইতিহাস :
১৩ নভেম্বর ১৮২১ রাজশাহী জেলার আদমদীঘি, নওখিলা, বগুড়া ও শেরপুর(পরীক্ষামুলক) রংপুর জেলার দেওয়ানগঞ্জ, গোবিন্দগঞ্জ এবং দিনাজপুর জেলার লাল বাজার, ক্ষেতলাল ও বদলগাছি থানা সমন্বয়ে বগুড়া জেলা গঠিত হয়। ১৮৪৫ সালে সিরাজগঞ্জ মহাকুমা সৃষ্টি করে রায়গঞ্জ থানা বগুড়ার সঙ্গে যুক্ত করে মহাকুমার নিয়ন্ত্রণ বগুড়া প্রশাসনের উপর ন্যস্ত করা হয়। ১৪ জানুয়ারী ১৮৭৪ সালে রায়গঞ্জ থানা পাবনা জেলার সাথে যুক্ত করা হলে বর্তমানে ধুনট গ্রামে পরীক্ষামূলক একটি স্বতন্ত্র থানা প্রতিষ্ঠিত হয়ে। ১৮৯৬ সালে বর্তমান হাসপাতালের দক্ষিন পূর্ব কোনে সিটি সেন্টার সংলগ্ন স্থানে থানা স্থানান্তর করা হয় এবং রায়গঞ্জ থানার উত্তর অঞ্চল ও সারিয়াকান্দি থানার দক্ষিন অঞ্চল নিয়ে ধুনট থানা গঠিত হয় (জানা যায় ঐ সময় সদর ধুনট এলাকার দস্যুতা অত্যাধিক বৃদ্ধি পাওয়ায় এদের দমনার্থে ধুনট গ্রামে থানা স্থাপন করা হয়) ১৯২৩ সালে ২৭ জুন কলকাতা গেজেটে মোতাবেক পশ্চিমে বাঙ্গালী এবং পূর্বে যমুনা নদী সীমা নির্ধারণ করে ধুনট নিবাসী বাবু বি,কে চন্দ্রের ১.৭২৬ একর জমি অধিগ্রহন করে বর্তমান স্থানে থানা ভবন স্থানান্তর সহ পূর্ন থানা স্থাপন করা হয়।
থানার আইন শৃংখলা নিয়ন্ত্রণের জন্য একজন দারোগা একজন জমাদার ও সাতজন বর্কন্দাজ নিয়োগ দেওয়া হয়। এ সময় প্রতিটি থানায় একজন করে সিও পদ সৃষ্টি করা হয়। স্বাধীনতা উত্তর বাংলাদেশে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে ও,সি এবং থানা নির্বাহি কর্মকর্তাকে টিএনও পদবী প্রদান করা হয়। ২৪ মার্চ ১৯৮৩ সালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জারীকৃত পরিপত্রে উপজেলা প্রশাসন চালু করা হয়। এ সময় ধুনট উপজেলা পরিষদ নামে একটি উপজেলা প্রশাসন আত্মপ্রকাশ করে। থানা প্রশাসন আইন শৃংখলা নিয়ন্ত্রণ ও উপজেলা প্রশাসন থানার আইন শৃংখলা নিয়ন্ত্রণ তদারকিসহ রাজস্ব আদায় ও অন্যান্য প্রশাসনিক দায়িত্ব পালন করে আসছে।
উপজেলা নির্বাহি অফিসারের কার্যালয়ের সিটিজেন চার্টার
ক্রঃ নং
সেবা প্রদানের বিষয়
সেবা প্রদানের সময় কাল
সেবা প্রদানকারী কর্মচারী/কর্মকর্তা
১
প্রশাসনিক/সংস্থাপন/চাকুরী সংক্রান্ত তথ্যাদি/ প্রশিক্ষন নিয়োগ/বদলী/অবসর পেনশন/ কর্মচারীদের ছুটি টাইম স্কেল ইত্যাদি
১৫(পনের) দিন
অফিস সহকারি/অফিস সুপার/ উপজেলা নির্বাহি অফিসার
২
উপজেলা পর্যায়ের বিভিন্ন অফিসের সমন্বয়/যোগাযোগ আর্থিক বিষয়
০৭(সাত) দিন
অফিস সহকারি/অফিস সুপার/ উপজেলা নির্বাহি অফিসার
৩
শিক্ষা প্রতিষ্ঠান সংক্রান্ত তথ্যাদি অভিযোগ/ম্যানেজিং কমিটি গঠন পত্র যোগাযোগ/নিয়োগ/পাবলিক পরীক্ষা/শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন ইত্যাদি।
০৭ থেকে ১৫ দিন
অফিস সহকারি/উপজেলা নির্বাহি অফিসার
৪
ইউনিয়ন পরিষদ সংক্রান্ত কার্যাবলী উন্নয়ন সমন্বয়/ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণ/কর্মচারি নিয়োগ/বদলী/পদোন্নতি/টাইমস্কেল/ ছুটি/উন্নয়ন সংক্রান্ত/রাস্তা ঘাট/হাট বাজার/সার বিতরণ/ খাদ্য শষ্য বিতরণ/অভিযোগ ও আর্থিক বিষয়সমূহ।
০১ থেকে ১৫ দিন
অফিস সহকারি/অফিস সুপার/ পিআইও/উপজেলা প্রকৌশলী/ উপজেলা নির্বাহি অফিসার।
৫
মন্ত্রণালয়/বিভাগ ও জেলা প্রশাসক কর্তৃক চাহিত বিভিন্ন তথ্যাদি প্রতিবেদনসহ যে কোন কার্যাবলী।
০১ থেকে ০৭ দিন
অফিস সহকারি/অফিস সুপার/ পিআইও/উপজেলা প্রকৌশলী/সংশ্লিষ্ট বিভাগীয় কর্মকর্তা/ উপজেলা নির্বাহি অফিসার।
৬
ভূমি সংক্রান্ত কার্যাবলী যেমন খাস জমি বন্টন সরকারি সম্পত্তি সংরক্ষন/লীজ/আত্মসাৎ/অবৈধ দখল উচ্ছেদ/মিস কেস/নামজারী/সার্টিফিকেট মামলা/রেন্ট সার্টিফিকেট মামলা/ভূমি/সংক্রান্ত মামলা/ভূ সম্পত্তি জবর দখল ইত্যাদি।
০১ থেকে ৩০ দিন
সার্টিফিকেট সহকারি/অফিস সুপার/সহকারি কমিশনার(ভূমি)/ উপজেলা নির্বাহি অফিসার।
৭
টেলিফোন/বিদ্যুৎ/সার/ডিজেল/ওএমএস/গ্যাস খনিজ পদার্থ/পানি সম্পদ সংক্রান্ত তথ্য ও প্রতিবেদন
০১ থেকে ০৭ দিন
অফিস সহকারি/অফিস সুপার/ উপজেলা নির্বাহি অফিসার।
৮
প্রাকৃতিক দূর্যোগ/আইন শৃংখলা/শিশু ও নারী নির্যাতন প্রতিরোধ/বাল্য বিবাহ নিরোধ/ মোবাইল কোর্ট/জন্ম নিবন্ধন সংক্রান্ত।
০১ থেকে ১৫ দিন
অফিস সহকারি/অফিস সুপার/ পিআইও/উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা/উপজেলা নির্বাহি অফিসার।
৯
হজ্ব সংক্রান্ত/পূজা সংক্রান্ত/ম্যাট্রিক পদ্ধতি/বৃক্ষ রোপন/মসজিদ/মন্দির/জাতীয় দিবস/স্কাউট/ খেলাধুলা/মেলা/জাতীয় দিবস/বিভিন্ন দিবস সংক্রান্ত।
০১ থেকে ১৫ দিন
অফিস সহকারি/অফিস সুপার/ উপজেলা নির্বাহি অফিসার।
১০
হাট-বাজার ইজারা প্রদান দরপত্রের মাধ্যমে ০১(এক) বৎসরের জন্য
বাংলা সনের পূর্ববর্তী বৎসরের ১লা মাঘ হতে ৩০ চৈত্র পর্যন্ত। নতুন বাংলা সাল থেকে ইজারা কার্যকর হবে।
অফিস সহকারি/অফিস সুপার/উপজেলা নির্বাহি অফিসার
১১
জলমহাল ইজারা প্রদান দরপত্রের মাধ্যমে ০৩(তিন) বৎসরের জন্য।
বাংলা সনের পূর্ববর্তী বৎসরের ১লা মাঘ হতে ৩০ চৈত্র পর্যন্ত। নতুন বাংলা সাল থেকে ইজারা কার্যকর হবে।
অফিস সহকারি/অফিস সুপার/উপজেলা নির্বাহি অফিসার
১২
ভোটার তালিকা
সরকারি নির্দেশনা মোতাবেক
অফিস সহকারি/উপজেলা নির্বাচন অফিসার/উপজেলা নির্বাহি অফিসার
১৩
সমিতি/এনজিও/মুক্তিযোদ্ধা সংস্থা
০৭ থেকে ১৫ দিনের মধ্যে
অফিস সহকারি/সহকারি কমিশনার(ভূমি)/উপজেলা নির্বাহি অফিসার
১৪
আদর্শ গ্রাম/আবাসন/আশ্রায়ন প্রকল্প
সরকার নির্দেশিত সময় মোতাবেক
অফিস সহকারি/সহকারি কমিশনার(ভূমি)/উপজেলা নির্বাহি অফিসার
১৫
বিভিন্ন অফিস হতে প্রাপ্ত চিঠি গ্রহণ বিলি বন্টন ও প্রেরণ
০১ থেকে ০৩ দিন
অফিস সহকারি/অফিস সুপার
১৬
কাবিখা/টি,আর/ভিজিডি কার্ড/বয়স্ক ভাতা/বিধবা ভাতা মুক্তিযোদ্ধাদের ভাতা প্রদান
সরকার নির্দেশিত সময় মোতাবেক
অফিস সহকারি/পিআইও/ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা/উপজেলা সমাজসেবা অফিসার/উপজেলা নির্বাহি অফিসার
১৭
প্রাকৃতিক দূর্যোগ
তাৎক্ষনিক
অফিস সহকারি/উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা/উপজেলা নির্বাহি অফিসার
উপজেলা পরিষদের সদস্য সমূহের নাম ও পদবী
১। টি,আই,এম নুরুন্নবী (তারিক),চেয়ারম্যান, উপজেলা পরিষ,ধুনট, বগুড়া সভাপতি
২। মোঃ আব্দুল হাই খোকন, ভাইস চেয়ারম্যান,উপজেলা পরিষদ, ধুনট,বগুড়া সদস্য
৩। মোছাঃ নাজনিল নাহার, মহিলা ভাইস চেয়ারম্যান, উপজেলা পরিষদ