প্রাণবন্ত ডেড সি_অশোক সেনগুপ্ত_DEAD SEE

প্রাণবন্ত ডেড সি
অশোক সেনগুপ্ত

ছেলেবেলা থেকে শুনে আসছি, এমন একটা সমুদ্র আছে যেখানে সাঁতার না জানলেও নির্ভয়ে নামা যায়। সে সমুদ্রে নাকি কেউ ডোবে না। এখন আমি বসে রয়েছি সেই ডেড সি-তে। অনেকেই আমার মতো হাত-পা ছড়িয়ে শুয়ে রয়েছে। কেউ আবার কাগজ পড়তে পড়তে ছবি তোলাচ্ছে। ছোট ছোট ঢেউগুলো ঠেলে দিচ্ছে এদিক-ওদিক।

ডেড সি দেখতে হলে আসতে হবে জর্ডনের রাজধানি আম্মানে। আম্মান থেকে ১৫০ কিলোমিটার দূরে ডেড সি। সাগরের সিংহভাগ ইজরায়েলে। সন্ধ্যা হলেই সাগরের ওপারে দেখতে পাই ইজরায়েলের শহরের আলোকমালা। সাগরের ধার থেকে একটু উত্তরে এক দিকে জেরুজালেম-বেথলেহেম। প্রভু যিশুর স্মৃতি সেখানে জড়িয়ে আছে, যিনি ছড়িয়েছিলেন শান্তির বাণী। আর দক্ষিণে গাজা ভূখণ্ড, যেখানে আজও নিত্য হানাহানি লেগে রয়েছে।

dead see
Cool Places to Swim The Dead Sea Jordan Isreal

ডেড সি-তে কেউ ডোবে না, কারণ এর জলে নুনের মাত্রা অত্যন্ত বেশি। অন্য সমুদ্রের জলের চেয়ে এই জলে ১১ গুন বেশি লবণ। তাই এর জল অন্যান্য সমুদ্রের জলের চেয়ে চার গুন বেশি ভারী। ডেড সি-র জল এত লবণাক্ত হওয়ার কারণ এর ভৌগোলিক অবস্থান। পুরো অঞ্চলটা ফসফেট, মার্বেল, বেলেপাথর, চূনাপাথর-সহ নানা ধরনের খনিজে সমৃদ্ধ।

সমুদ্রতল থেকে আম্মান ১১০০ মিটার উঁচু। আর ডেড সি সমুদ্রতল থেকে ৪০০ মিটার নীচে। আম্মান থেকে ডেড সি পৌঁছনোর ১৮ কিলোমিটার আগে পর্যটকদের গাড়ি এক জায়গায় দাঁড়ায়। তার পাশে ফলকে লেখা, ওই জায়গাটির উচ্চতা সমুদ্রতলের সমান। সমুদ্রের চারধারে গাছগাছালি, মনোরম ল্যাণ্ডস্কেপিং করা রয়েছে। তার মধ্যে দিয়ে কখনও আঁকাবাঁকা ঢালু পথ বেয়ে, কখনও সিঁড়ি ভেঙে নামলাম সমুদ্রে। মাঝে কয়েক হাজার বর্গফুট বাঁধানো চত্বর। সেখানে শিশুদের জন্য রয়েছে দু’টি এবং বড়দের একটি সুইমিং পুল। তাতে মজার কত উপকরণ! কোথাও নকল উট স্নান করছে। কোথাও বা সাদা হিপো। ছোটরা দাপিয়ে বেড়াচ্ছে। বড়রা উপভোগ করছেন রোদ্দুরের তাপ। অনেকে আবার জলে নামার আগে এখানকার মাটি গায়ে-মুখে মেখে নেন। মাটিতে নাকি আছে ত্বকের পক্ষে উপকারী নানা জৈব জিনিস। তবে এই যে সাগরজলকে ইজিচেয়ার করে শুয়ে থাকা, এর মতো মজা আর কীসে আছে? একটাই মুশকিল, জলটা বড় আঠা-আঠা। উঠেই চান করে নিতে হয় কলের জলে। তার জন্যে অবশ্য হরেক রকম ব্যবস্থা আছে সি বিচেই।


সৌজন্যঃ আনন্দবাজার পত্রিকা ১১ অগ্রহায়ণ ১৪১২ রবিবার ২৭ নভেম্বর ২০০৫

https://www.facebook.com/l.php?fb_ref=homepage