বদলে ফেলুন আপনার ড্রাইভের আইকন

আমরা জানি সাধারনত মাই কম্পিউটারে ড্রাইভের আইকন পরিবর্তন করা যায় না। কিন্তু আপনি চাইলে ড্রাইভের আইকনও পরিবর্তন করতে পারবেন। এই জন্য আপনার প্রয়োজন Autorun.inf ফাইল এবং আপনার পছন্দ মত একটি আইকনধরুন আপনার আইকনটির নাম Razibএবার Autorun.inf ফাইল তৈরি করার জন্য নোটপ্যাড খুলে নিচের সংকেত গুলো লিখুন এবং File -> Save As এ ক্লিক করে File Name Autorun.inf এবং Save as Type All Files সিলেক্ট করে সেভ ক্লিক করুন

[autorun]
ICON=Razib.ico

দেখবেন Autorun.inf ফাইল তৈরি হয়ে গেছেএবার আপনার পছন্দের আইকনটি এবং autorun ফাইলটি আপনার যে কোন ড্রাইভে পেষ্ট করুনফাইল দুটি হিডেন করে কম্পিউটার রিস্টাট করলে দেখবেন আপনার ড্রাইভের আইকন পরিবর্তন হয়ে গেছে এভাবে আপনার সব ড্রাইভের আইকন ইচ্ছে মত পরিবর্তন করতে পারেন

https://www.facebook.com/l.php?fb_ref=homepage