বাংলার হারিয়ে যেতে বসা লোকায়ত গান [ পর্ব ১ ]

বাংলা সাহিত্বে এক বিশাল অংশ জুরে রয়েছে বাংলার লোকসাহিত্ব ও  লোকায়ত গানগুলী। কিন্তু দুঃখের বিষয় হলো যে এগুলো আজ হারিয়ে যেতে বসেছে কালের গর্ভে। আমি তাই চেস্টা করেছি বাংলার এসব হারিয়ে যেতে বসা লোকসাহিত্ব্য ও লোকগিতীগুলো সংগ্রহ করে ধারাবাহিকভাবে প্রকাশ করার। সেই ধারাবাহিকতায় আজ থাকবে তার প্রথম পর্ব।

১.
'সোনার চালন বাতি নিয়ে
বাহিরাইল ময়দান
হামার ভাইয়ের সাতও বহিন
মুছায় নিবে ঘাম
বাচ্ছা মেরিজান
বয়সগোরিটাই কেহয় নাহি
চুয়ে পোড়ক ঘাম
বাচ্ছা মেরিজান।।'

(এই মেয়েলী গীতটি বাংলাদেশের উত্তরাঞ্চলের জেলা দিনাজপুরের বোচাগঞ্জ থানার গ্রামে প্রচলিত)

২.
'উচ্চল করে বান্ধো হে ডিঘি
ও আমি জল ভরনে যাবো আরে কি
এত সুন্দর কন্যা হে তুমি
ও তোমার গলা কেন খালি আরে কি
আমার সাথে চল হে তুমি
ও তোমার গলায় মালা আর কি।।'

(এই মেয়েলী গীতটি বাংলাদেশের উত্তরাঞ্চলের জেলা দিনাজপুরের বোচাগঞ্জ থানার গ্রামে প্রচলিত)

৩.
'বাপে ডাকে ময়না রে
মোর ময়না নাইক ঘরে
মায়ে ডাকে ময়না রে
মোর ময়না নাইক ঘরে
কোনবা আজোর বাবরি-আলারে
মোর ময়নাক করল চুরি রে।'
'উচ্চল করে বান্ধো হে ডিঘি
ও আমি জল ভরনে যাবো আরে কি
এত সুন্দর কন্যা হে তুমি
ও তোমার গলা কেন খালি আরে কি
আমার সাথে চল হে তুমি
ও তোমার গলায় মালা আর কি।।'

(এই মেয়েলী গীতটি বাংলাদেশের রাজশাহী অঞ্চলে প্রচলিত)

৪.
'সকলির জাইলে ধরে মাছ নই আর নওলা রে
জাইলে কি আমার
আমার জা'লে ধরে মাছ শুদুই ইচের গুড়ো রে
জাইলে কি আমার
না হোক সে ইচের গুড়ো উওই আমার ভাল রে
জাইলে কি আমার।।'

(এই মেয়েলী গীতটি বাংলাদেশের ঝিনাইদহ অঞ্চলে প্রচলিত)

৫.
'পানি পড়ে রিনি ঝিনি
পানি পড়ে সরু ধারে
হামার ভাইয়ের সাতও বহিন
তুলিয়া ধরিবে মোমের ছাতা
বয়েসগোরিটার কেহই নাহি গো
ভিজোক ভিজোক সারারাতি।'

(এই মেয়েলী গীতটি বাংলাদেশের দিনাজপুর অঞ্চলে প্রচলিত)

৬.
‘তারিণী গো মা কেন হাতীর উপর এত আড়ি।
মানুষ মলে টেড্টা পেতে তোমায় যেতে হত হরিণবাড়ি।
সুরকি কুটে সারা হতে, তোমার মুকুট যেতো গড়াগড়ি।
পুলিশের বিচারে শেষে সঁপতো তোমায় গ্রানযুড়ি।
সিঙ্গি মামা টের্টা পেতেন ছুটতে হত উকিল বাড়ি।’

(হুতুম প্যাঁচার নক্সা)

৭.
আরে ও পবন কাহের নাও, নাওরে
শূন্য ভরে উড়্যা দিয়া যাও
পবন কাহের নাও খানিরে সূবণ্যের গুড়া
দমের হাওয়ায় বাদামি দিয়া
শূন্যে দিও উড়ারে...

( নৌকা বাইচের গান, ব্রাহ্মণবাড়িয়া)

https://www.facebook.com/l.php?fb_ref=homepage