বাংলার হারিয়ে যেতে বসা লোকায়ত গান [ পর্ব ২ ]

বাংলা সাহিত্বে এক বিশাল অংশ জুরে রয়েছে বাংলার লোকসাহিত্ব ও  লোকায়ত গানগুলী। কিন্তু দুঃখের বিষয় হলো যে এগুলো আজ হারিয়ে যেতে বসেছে কালের গর্ভে। আমি তাই চেস্টা করেছি বাংলার এসব হারিয়ে যেতে বসা লোকসাহিত্ব্য ও লোকগিতীগুলো সংগ্রহ করে ধারাবাহিকভাবে প্রকাশ করার। সেই ধারাবাহিকতায় আজ থাকবে তার দ্বিতীয় পর্ব।

১.
আমার একা যেতে ভয় করে
চলরে গুরু, দুজন যাই পারে
মায়ার খেলা ছাড়রে মন,
বেলা যায় তোর বহিয়া ।।
চৌষট্টি বছরে পড়ি
বেলা আছে দন্ড চারি
বেলা শেষে বসবে নবি
আসবে ঘাটে বসে আয়
মায়ার খেলা ছাড়রে মন
বেলা যায় তোর বহিয়া ।।

( সারি গান, দিনাজপুর, বাংলাদেশ)

২.
মুষ্ঠি মুষ্ঠি তুলি মুই কলমির শাক
দুনো হাতে মোর পরজাপতির পাখ
সে কি আইলো সই?

অ্যাবলায় (এখন) আসিবে মোর নাগর
দিয়া যাবে মোরে নাকের বেশর
সে কি আইলো সই?

অ্যাবলায় আসিবে মোর নাগর
দিয়া যাবে মোরে কোমরেরও বিছা
ও কি আইলো সই?
সে কি আইলো সই?

( মেছনী খেলা নাচের গান, জলপাইগুড়ি)

৩.
আমার খেইল মারিলি,
কুল বনে গাড়িলি,
শিয়ালে খায় শকুনে খায়
গন্ধে গন্ধে পরাণ যায়।
এ ডাকে মারুম না
ফির্যাা (ফিরয়্যা) ডাকে ছাড়ুম না।
দেও মনি কেমুন খেলা,
দশ বারোডা মইর্যাচ ফালা।

( বৌ-বসান্তি খেলা, ঢাকা)

৪.
আজব শহর কলকেতা
রাড়ী বাড়ী জুড়ি গাড়ী মিছে কথার কি কেতা।
হেথা ঘুঁটে পোড়ে গোবর হাসে
বলিহারি ঐক্যতা;
যত বক-বেড়ালে বেহ্মজ্ঞানী বদমাইশের ফাঁদ পাতা।
পুঁটে তেলির আশা ছাড়ি শুঁড়ি সোনার বেণের কড়ি
খ্যামটা খানকির খাসা বাড়ি ভদ্রভাগ্যে গোলপাতা।।

( সঙের গান, হুতোম পাঁচার নকশা )

৫.
হলদি বাটিলে খঁড়ে বাটিবু, সাঙাতুনি মেনে গো
গাধাই যাইনে বারে ডাকিবু।।
ঐ যে আসুছি গ্রীষ্মদিন।
নদী পঁহরারে যাইতা দিন।।
ঐ যে আসুছি জোছনা রাতি।
কৌড়ী খেলারে পুহিতা রাতি।
ঐ যে আসুছি চড়ক মেলা।
টেশনারি দোকানে বুড়িতা বেলা।।
গুঁড়ি পিঁয়াজ বহুত রাগ।
আজ ঠুরু মোর ছাড়িলা সাঙ্গ।।

( কাঁদনা গীত )

৬.
ঘেঁটু রাজার মেয়ে দেখতে যায় ষোল আনা
ফতেপুরের ক'নে সে যে নামটি বাসনা
( সেথা ) ঘেঁটুর শাউড়ী কপাটের আড়ে,
কইছে কথা ঠারে ঠুরে,
গা ভরা না গয়না দিলে মেয়ে দেবেনা।
ঘেঁটু রাজার মেয়ে দেখতে যায় ষোল আনা।।
মেয়ে আমার অতি সুন্দরী, হাতে দিও স্বর্ণউড়ি
কানে দিও পার্শে মাকড়ী, নতুন নথের টানা।
ঘেঁটু রাজার মেয়ে দেখতে যায় ষোল আনা।।
মেয়ের আমার লম্বা গলা, তায় দিয়েছে মটরমালা,
মটরমালা না দিলে ঐ বাহার হবে না।
ঘেঁটু রাজার মেয়ে দেখতে যায় ষোল আনা।।

( ঘেঁটু গান )

৭.
যখন পাখীরা ডাকে নিশি হয় ভোর, গো।
সে সময়ে কার বাঁশি করে হেন সোর, গো।
বাঁশি শুনি অন্তরে অনল জ্বলে মোর, গো।
দিনে নাহি শুঝে দিশি যেন নিশিঘোর, গো।
সময়জানি প্রাণচুরি করে কোন চোর, গো।
ভবপ্রীতা কহে রাধা তোর মন-চোর, গো।
কত খেলা জানে সেই নন্দকিশোর, গো।

( ঝুমুর গান)

https://www.facebook.com/l.php?fb_ref=homepage