মাঝে মাঝে অনেকে এমন সব অদ্ভুত ও অশ্চর্যজনক কর্মকান্ড করে দেখাতে পারেন যা সাধারনত অন্যরা পারেন না। শুধু তার মধ্যেই সেই বিরল ক্ষমতা গড়ে ওঠে। সেরকমই ব্যতিক্রমী ও অদ্ভুত মেধাসম্পন্ন কয়েকজন মানবের বর্ননা নিচে তুলে ধরছি।
Miroslaw Magola
অত্যন্ত ব্যতিক্রমধর্মী এক মেধা ও শক্তির অধিকারী তিনি। psycho kinesis শক্তির মাধ্যমে তিনি মাটি থেকে দেহের সাহায্যে কোন বস্তুকে শূন্যে তুলে আনতে পারেন। অত্যন্ত মানসিক শক্তির সাথে তিনি তার ব্যতিক্রমী ক্ষমতা প্রয়োগ করেন এবং কোন বস্তুকে(পাত্র) না ধরে শুধু দেহ দিয়ে স্পর্শ করে তিনি তা শূন্যে ভাসাতে পারেন।
Ru Anting
৫৬ বছর বয়সী Ru Anting চীন দেশের নাগরিক। অত্যন্ত ব্যতিক্রমধর্মী এক বৈশিষ্ট্যের অধিকারী ব্যক্তি তিনি। সরাসরি চোখ থেকে চোখের পানি দিয়ে তিনি লিখতে পারেন। তিনি প্রথমে নাক দিয়ে পানি টেনে নেন। তারপর তা চোখ দিয়ে নিক্ষেপ করে লেখেন। ছোটকালে সাঁতার কাটার সময় তিনি সর্বপ্রথম তার এই ক্ষমতাটা লক্ষ্য করেন।
Thai Ngoc
৬৪ বছর বয়সী Thai Ngoc পেশায় একজন কৃষক। তিনি না ঘুমিয়ে স্বাভাভিকভাবে থাকতে পারেন। ১৭৭৩ সালে তিনি কঠিন অসুখে পতিত হোন। তারপর থেকে তিনি ১১৭০০ রাত না ঘুমিয়ে কাটান। তিনি বলেন, এতে স্বাভাবিক কাজকর্মে তার কোন রকম অসুবিধা হয় না।
Tim Cridland
Tim Cridland আর সব মানুষ বা অন্যান্য প্রানীর মতো নন। তিনি দেহে কোন রকম ব্যাথা অনুভব করেন না। তার দেহে অনায়াসে সুঁই, কাঁটা বা অন্য কিছু ঢুকিয়ে দিলেও তিনি কোন রকম ব্যাথা অনুভব করেন না। তিনি বর্তমানে বিভিন্ন অনুষ্ঠানে তার নৈপুন্য প্রদর্শন করে থাকেন।
Kevin Richardson
তাকে এযুগের টারজান বললে ভুল হবে না। তিনি অনায়াসে যেকোন হিংস্র প্রানীর মন জয় করতে পারেন। তার এক ব্যতিক্রমী শক্তি বা বৈশিষ্ট্যের দ্বারা সিংহ, বাঘ, চিতা এবং কি হায়েনা পর্যন্ত তার বন্ধু হয়ে যায়। কখনও তার দিকে তেড়ে আসে না বা আক্রমন করে না।
Liew Thow Lin
৭০ বছর বয়সী Liew Thow Lin মালয়েশিয়ার নাগরিক। তার দেহে এক প্রকার চৌম্বুক শক্তি রয়েছে। যেকোন ধরনের ধাতব পদার্থ তার দেহের আকর্ষনে লেগে থাকে। তিনি তার এই দৈহিক আকর্ষন শক্তির দ্বারা কার গাড়িকেও টেনে আনার কৌশল ইতিমধ্যে প্রদর্শন করেছেন।
Zhang Quan
৭০ বছর বয়সী Zhang Quan তার ব্যতিক্রমধর্মী বৈশিষ্ট্যের জন্য অত্যন্ত জনপ্রিয় একজন ব্যক্তি। তিনি হাততালি দিলে তা হেলিকপ্টারের পাখার ন্যায় বিকট শব্দের সৃষ্টি করে। তাই এই হাততালির শব্দে অনেকে অতীষ্ট এবং শব্দ দূষন হলে তাকে গ্রেফতার করা হবে বলে পুলিশ তাকে সতর্ক করে রেখেছে।
Michel Lotito
এই ব্যক্তি এমনই এক বৈশিষ্ট্যের অধিকারী যা সচরাচর কাওর মধ্যে দেখতে পাওয়া যায় না। এমন কোন জিনিস নাই যা তিনি খেতে পারেন না। সর্বভুক ব্যক্তি তিনি। যেকোন ধাতব পদার্থ থেকে শুরু করে রাবার, কাঁচ সব কিছুই তিনি খেতে পারেন। গড়ে তিনি প্রতিদিন এক কিলোগ্রাম করে ধাতব পদার্থ খেয়ে থাকেন। তিনি দুই বছর ধরে একটি পরিত্যাক্ত এ্যারোপ্লেনও খেয়ে ফেলেছেন। আর আস্ত সাইকেল খেয়ে ফেলা তার নিত্যনৈমত্তিক ব্যাপার। ছোটকাল থেকেই তিনি তার এই অভ্যাস লক্ষ্য করেন। তবে ব্যাপারটি জনসম্মুখে প্রকাশিত হয় ১৯৬৬ সালে। তিনি বলেছেন, এতে তার হজম বা শারীরিক অন্য কোন ধরনের সমস্যার সম্মুখীন তিনি কখনও হননি।
তথ্য ও ছবি সংগ্রহ:
https://www.imagegossips.com/2010/11/rea … abilities/
https://funzone-unlimited.blogspot.com/2 … lents.html