প্রিয় ছন্নছাড়া সাইটের বন্ধুরা, আশা করি সকলে ভাল আছেন। ইতি পুর্বে আমি আপনাদের মাঝে দুনিয়ার সবচেয়ে সহজ পদ্ধতিতে webnode ফ্রীবিল্ডার দিয়ে কিভাবে একটি পূর্নাঙ্গ ওয়েব সাইট তৈরী করা যায় তা দেখিয়েছিলাম। আশা করি সকলে তাদের নিজ নিজ ওয়েব সাইট তৈরী করে ফেলেছেন। আর যদি তৈরী না করে থাকেন তবে দেরি না করে আজই একটা ওয়েব সাইট তৈরী করে ফেলুন আর হয়ে যান নিজের একটি ওয়েব সাইটের গর্বিত মালিক।
তাহলে চলুন কথা না বাড়িয়ে আজকের টিউটোরিয়ালটি শুরু করা যাক। আপনার নিশ্চই লক্ষ্য করেছেন আপনার ওয়েবনোড সাইটে ফুটারে কপি রাইট সংক্রান্ত একটা টেক্সট থাকে। আপনি চাইলে এই খুব সহজেই এই টেক্সটকে নিজের মত করে দিতে পারেন।
ফুটারে লেখা টেক্সটি বদলাতে ফুটারের ঐ টেক্সট এর উপর ডাবল ক্লিক করুন। একটি বক্স দেখতে পাবেন। এখানে আপনার পছন্দ মত কপি রাইট সংক্রান্ত তথ্য দিন। এক্ষেত্রে আমি লিখলাম “ আমাদের ওয়েবসাইট ভিজিটের জন্য আপনাকে ধন্যবাদ। কপিরাইট ছন্নছাড়া ২০১১”। তারপর ওকে করুন। দেখুন কিছুক্ষনের মধ্যে ফুটারের লেখা চেঞ্জ হয়ে গেছে।

এখন সমস্যা হল ফুটারে এই টেক্সট এর কালার ডিফল্ট ভাবে কালো ক্যাকগ্রাউন্ডের মধ্যে হালকা ধুসর কালারের হয়ে থাকে। যা অনেক আমার কাছে দেখতে বেক্ষাপ্পা ধরনের মনে হয়। আপনি চাইলে খুব সহজেই এই লেখার কালার চেঞ্জ করে ফেলতে পারেন। মনে করুন আপনার এই টেক্সট এর কালার দিবেন সবুজ। সেক্ষেত্রে নিচের কোডটি কপি করুন।
<font color ="#058402">
অতঃপর উপরে Widgets> Embed Code এ ক্লিক করুন।

একটি বক্স আসবে...

এবার এই বক্সের মধ্যে পেস্ট করুন। সবশেষে ওকে করুন। এটি সবসময় ফুটারের ঠিক উপরে রাখবেন। এবার নরমাল মুডে গিয়ে দেখুন আপনার ফুটারে লেখা টেক্সট এর কালার চেঞ্জ হয়ে গেছে।

আপনি চাইলে সবুজ ছাড়া অন্যান্ন কালারও দিতে পারেন। নিচে বিভিন্ন কালারের জন্য কালার কোড দেওয়া হল। আপনি আপনার পছন্নমত কালার সিলেক্ট করে কালার দিয়ে দিন।






আজ তাহলে এই পর্যন্তই। সকলে ভাল থাকবেন। সবার জন্য শুভ কামনা রইলো। আগামীতে আবার দেখা হবে। সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভাল থাকুন। আল্লাহ হাফেজ।
