টিপস এন্ড ট্রিকস
মনের মত সাউন্ড দিয়ে সাজিয়ে তুলুন আপনার উইন্ডজকে (পর্ব ২)
পিসি startup বা shutdown এর সময় যদি আপনার পছন্দমত গান বা মিউজিক বেজে ওঠে তবে কেমন হবে। আসুন আজ আপনাদের সাথে আমি এই বিষয়টি শেয়ার করবো। এই বিষয়ে আগেও একটি টপিক পোস্ট করে ছিলাম। আজ আমি এর বিকল্প পদ্ধতিটি আলোচনা করব। এইজন্য start থেকে control panele এ যান। sounds and audio devices এ ডা্বল ক্লিক...
মনের মত সাউন্ড দিয়ে সাজিয়ে তুলুন আপনার উইন্ডজকে
আপনার উইন্ডজের পুরাতন সাউন্ডগুলো শুনতে শুনতে কি বোর হয়ে গেছেন? কেমন হয় যদি উইন্ডজ চালু হবার সময় বা অফ হবার সময় বেজে ওঠে আপনার পছন্দের কোন গান বা কবিতা? অথবা কম্পিউটারে পেন ড্রাইভ লাগিয়েছেন, বেজে উঠলো আপনার পছন্দের কোন সুর...।।!! আসুন তাহলে চেঞ্জ করে ফেলি আপনার উইন্ডজের স্টার্ট আপ, সাটডাউনসহ...
কোন সফটওয়্যার ছাড়াই কম্পিউটারের সাটডাউনের সময় নির্ধারণ করুন
কোন সফটওয়্যার ছাড়াই কম্পিউটারের সাটডাউনের সময় নির্ধারণ করুন
কেমন আছেন সবাই? আজ আপনাদের কাছে দারুন টিপম শেয়ার করছি। আশাকরি আপনাদের ভাল লাগবে। তো আমরা এখন কাজের কথায় চলে যাই। মনেকরুন আপনি আপনার কম্পিউটারটিকে নিদ্রিষ্ট সময়ে সাটডাউন করতে চান কিন্তু আপনার কাছে প্রয়োজনীয় সফটওয়্যার নেই! তবে এই কাজটি...
আপনার মোবাইলে মেনুয়ালী ইন্টারনেট সেটিংস কনফিগার করুন
রবি, বাংলালিংঙ্ক, এবং গ্রামীনফোন এর Manually Internet Configuration
সকল Internet enable মডেল Handset এ Internet বা wap Manually Configuration করুন। কিভাবে করবেন তা আমি বিস্তারিত বলে দিচ্ছি।।।।
For Grameen phone
GP WAP Setting:
Connection/Profile: GP-WAP
APN(Access Point Name):...
» Audio CD থেকে কিভাবে গান পিসিতে কপি করবেন বা mp3 তে convert করেবন?
আমরা অনেক সময় আমাদের পিসিতে অডিও সিডি বাজিয়ে থাকি। আপনারা হয় তো লক্ষ করেছেন অডিও সিডি গান স্বাভাবিক ভাবে পিসিতে কপি করলে কপি হয় না। আসুন জেনে নেই কিভাবে অডিও সিডি থেকে পিসিতে গান কপি করা যায়.....। এ জন্য আপনাকে যা করতে হবে।
1. Download করুন itunes
2. application টি start করুন।
3. File এ যান ,...
আপনার পিসি কন্ট্রোল করুন আপনার মোবাইল ফোন দিয়ে
কেমন হয় আপনার হাতের ঐ মোবাইল সেটটি দিয়ে আপনার পিসিকে কন্ট্রোল করতে পারেন? ভাবছেন এও কি সম্ভব। কেন নয়? অবশ্যি সম্ভব। তবে এর জন্য আপনার প্রয়োজন হবে একটি ব্লুটুথ যুক্ত ফোনসেট ও একটি ব্লুটুথ ডিভাইস। তাহলেই আপনি আপনার ফোনসেটটি কম্পিউটারে ব্যবহার করতে পারবেন রিমোট কন্ট্রোলার রূপে। এ জন্য...
পিসিতে পেন ড্রাইভের ব্যবহার বন্ধ করবেন যেভাবে
বর্তমানে ভাইরাস ছড়ানোর অন্যতম মাধ্যম হল পেন ড্রাইভ। অনেক সময় দেখা যায়, আপনার অনুমতি ছাড়াই কেউ হয়ত আপনার পিসিতে পেন ড্রাইভ লাগিয়েছে এবং এর ফলে আপনার পিসি ভাইরাস আক্রান্ত হয়ে গেছে। তাই অনাক্ষাংকিত কেউ যাতে আপনার পিসিতে পেন ড্রাইভ ব্যবহার করতে না পারে সে জন্য আপনি পিসিতে একটা ছোট কাজ করতে পারেন।...
Items: 21 - 27 of 27

